জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৫ সালের পর ফের ২০২৩। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) হলেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। ব্রিটিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে (James Anderson) সিংহাসনচ্যুত করে মগডালে বসলেন চেন্নাইয়ের বোলার। অ্যান্ডারসন নেমে এলেন দুয়ে। দিনসাতেক আগে তিনি অজি অধিনায়ক ও আরেক তারকা পেসার প্যাট কামিন্সকে (Pat Cummins) সরিয়ে একে এসেছিলেন। দীর্ঘ চার বছর সিংহাসনে ছিলেন কামিন্স। অশ্বিনের সামনে সুযোগ থাকছে শীর্ষস্থান ধরে রাখার, চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এভাবেই খেলে যেতে হবে অশ্বিনকে। ২০২২ সালের অগাস্ট থেকে ভারতের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) মাঠের বাইরে। চোটের জন্য় খেলা হচ্ছে না তাঁর। বুমরা উঠে এসেছেন চারে। ইংল্যান্ডের অলি রবিনসন (Ollie Robinson) ছয়ে নেমে আসায় পাঁচে এসেছেন পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি ( Shaheen Afridi)।
2023-03-01