হিডেনবার্গ রিপোর্ট ভারতের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। সেই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথ নিল বিজেপিও। তারা হিডেনবার্গের সাম্প্রতিক রিপোর্টকে প্রত্যাখান করে দাবি করেছেন এটি দেশের অর্থনীতিকে আঘাত করার ষড়যন্ত্র। বিজেপি নেতা রবি শংকর প্রসাদ সোমবার সাংবাদিক সম্মেলন করে হিডেনবার্গ রিপোর্ট নিয়ে আমেরিকার ব্যবসায়িক জর্জ সোরোস এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের সমালোচনা করেছেন।
রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, হিডেনবার্গের সাম্প্রতিক রিপোর্ট ভারতের শেয়ার বাজারকে নাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। তিনি বলেন, শনিবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, যার প্রভাব সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা গেছে। তিনি আরো বলেন, সেবির প্রধান এই ব্যাপারে জবাব দিয়েছেন।
রবি শংকর প্রসাদের অভিযোগ, হিডেনবার্গের ভারত বিরোধী এজেন্ডা রয়েছে। তিনি বলেছেন, হিডেনবার্গের প্রথম রিপোর্ট নিয়ে একটি নোটিশও পাঠানো হয়েছে, কিন্তু তারা সেই নোটিশের জবাব না দিয়ে আবারো ভিত্তিহীন অভিযোগ করেছে। বিজেপি নেতা বলেছে, সেবি এবং সেবি’র প্রধান এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে।
রবি শংকর প্রসাদ বলেছেন, মার্কিন ব্যবসায়ী জর্জ সোরোস হিডেনবার্গের প্রধান বিনিয়োগকারী। তিনি হিডেনবার্গকে টুলকিট গ্যাং লের নিশানা করেছেন। তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিকে আঘাত করা হচ্ছে। যে কারণে শেয়ার বাজারের স্থিতিশীলতা ভঙ্গ হচ্ছে।
জর্জ প্রায়শই সংবাদ শিরোনামে থাকেন। তার মোদী বিরোধী অবস্থান একাধিকবার প্রকাশ্যে এসেছে। তিনি এর আগে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিং পিং ক্রমাগত ক্ষমতায় থেকে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছেন। জর্জ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়েও বিরোধীতা করেছিলেন। সম্প্রতি তিনি মিউনিকে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ কিন্তু মোদী গণতান্ত্রিক নন।