Ranji Trophy: গ্রুপ লিগের শেষে চলতি রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করেছেন কারা? সেরা পাঁচের তিনজন নেই IPL-এ

1/5সাকিবুল গনি: বিহারের সাকিবুল গনি প্লেট গ্রুপের তিন ম্যাচের ৫টি ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি-সহ সব থেকে বেশি ৬০১ রান সংগ্রহ করেন। ব্যাটিং গড় ১৫০.২৫। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৪১ রানের। 

সরফরাজ খান: মুম্বইয়ের সরফরাজ ৩ ম্যাচের ৪টি ইনিংসে ১৩৭.৭৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫১ রান সংগ্রহ করেন। তিনি সেঞ্চুরি করেন ২টি। হাফ-সেঞ্চুরি করেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৭৫ রানের।
2/5সরফরাজ খান: মুম্বইয়ের সরফরাজ ৩ ম্যাচের ৪টি ইনিংসে ১৩৭.৭৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫১ রান সংগ্রহ করেন। তিনি সেঞ্চুরি করেন ২টি। হাফ-সেঞ্চুরি করেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৭৫ রানের।
তরুবর কোহলি: মিজোরামের তরুবর কোহলি ৩ ম্যাচের ৬টি ইনিংসে ১৩১.৫০ গড়ে ৫২৬ রান সংগ্রহ করেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৫১ রানের। তরুবর সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
3/5তরুবর কোহলি: মিজোরামের তরুবর কোহলি ৩ ম্যাচের ৬টি ইনিংসে ১৩১.৫০ গড়ে ৫২৬ রান সংগ্রহ করেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৫১ রানের। তরুবর সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
চেতন বিস্ট: নাগাল্যান্ডের চেতন বিস্ট ৩ ম্যাচের ৫টি ইনিংসে ২৫০.৫০ গড়ে ৫০১ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৫৫ রানের। সার্বিক তালিকার চতুর্থ স্থানে রয়েছেন চেতন।
4/5চেতন বিস্ট: নাগাল্যান্ডের চেতন বিস্ট ৩ ম্যাচের ৫টি ইনিংসে ২৫০.৫০ গড়ে ৫০১ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৫৫ রানের। সার্বিক তালিকার চতুর্থ স্থানে রয়েছেন চেতন।
যশ ধুল: আবির্ভাবেই রঞ্জি মাতালেন দিল্লির যশ ধুল। যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক এবার ৩ ম্যাচের ৬টি ইনিংসে ১১৯.৭৫ গড়ে ৪৭৯ রান সংগ্রহ করেন। যশ সেঞ্চুরি করেছেন ৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২০০ রানের। লিগের শেষে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধুল।
5/5যশ ধুল: আবির্ভাবেই রঞ্জি মাতালেন দিল্লির যশ ধুল। যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক এবার ৩ ম্যাচের ৬টি ইনিংসে ১১৯.৭৫ গড়ে ৪৭৯ রান সংগ্রহ করেন। যশ সেঞ্চুরি করেছেন ৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২০০ রানের। লিগের শেষে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.