Ranji Trophy: অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি! প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের সাকিবুল গণি

বাইশ গজে ইতিহাস গড়লে বিহারের ২২ বছর বয়সী ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করলেন, অভিষেক ম্যাচেই খেললেন জীবনের সবচেয়ে বড় ইনিংস। রঞ্জি ট্রফিতে ২২ বছর বয়সী ব্যাটসম্যান সাকিবুল গণির যাত্রা শুরু হল ধুমধাম করে। বিহারের এই খেলোয়াড় রঞ্জিতে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। যা আজ পর্যন্ত কেউ করতে পারেননি সেটাই করলেন বিহারের গণি। বাইশ গজে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। আজ পর্যন্ত সারা বিশ্বে কোনও খেলোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। রঞ্জি ট্রফি সেটাই করলেন গণি। প্রথম শ্রেণির ম্যাচে এর আগে অনেক ট্রিপল সেঞ্চুরি থাকলেও অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হলেন বিহারের সাকিবুল গনি। তিনি তার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ৩৮৭ বলে ৫০টি চার হাঁকিয়ে। এই রেকর্ড গণি করলেন কলকাতার মাঠিতে দাঁড়িয়ে। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে।

সাকিবুল গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড ছিল মধ্যপ্রদেশের ব্যাটসম্যান অজয় ​​রোহেরার নামে। হায়দরাবাদের বিরুদ্ধে ২০১৮-১৯ রঞ্জি মরশুমে তিনি এই কীর্তি করেছিলেন। অজয় ​​রোহেরা তখন ২৬৭ রান করেছিলেন। কিন্তু সেই রেকর্ড ভেঙে এখন অনেকটাই এগিয়ে গিয়েছেন বিহারের সাকিবুল গণি।ট্রেন্ডিং স্টোরিজ

কলকাতার সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসে, মিজোরামের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি বিহারের। মাত্র ৭১ রানে আউট হন তার ৩ ব্যাটসম্যান। কিন্তু এরপর যা দেখা গেল তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। মিজোরামের বোলিংয়ের সুতো খুললেন সাকিবুল গণি ও বাবুল কুমার। এই সময়ে অভিষেক হওয়া সাকিবুল দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি করে নিজের নামে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। বিহারের সাকিবুল গনি তার পুরো ইনিংসে ৩৪১ রান করেন। এটি করতে, তিনি ৪০৫ বল খেলেন। একইসঙ্গে এই বিশ্বরেকর্ড ইনিংসে সাকিবুল মারেন ৫৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংসে বাবুল কুমারের সাথে চতুর্থ উইকেটে  ৭৫৬ বলে  ৫৩৮ রানের পার্টনারশিপ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.