রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। বল হাতে দূরন্ত পারফরম্যান্স করলেন ঈশান পোড়েল। দিনের শেষে কেরলের স্কোর ৪ উইকেটে ৫১। একাই ৩ উইকেট নিলেন ঈশান।
ঘুর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজ্যজুড়ে তুমুল বৃষ্টি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ এতটাই ভিজে গিয়েছিল যে, প্রথমদিন খেলাই হয়নি। আজ, রবিবার দ্বিতীয় দিনেও খেলা শুরু হল দেরিতে। দু’বার মাঠ পরিদর্শন করেন আম্পায়ার। শেষপর্যন্ত যখন টস করতে নামেন দুই দলের অধিনায়ক, ঘড়িতে তখন ৩টে বেজে গিয়েছে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। নতুন বলে দারুণ ছন্দে ছিলেন ঈশান। তাঁকে যোগ্য সঙ্গত দেন মহম্মদ কাইফ। বল হাতে নজর কেড়েছেন প্রদীপ্ত প্রামাণিকও। ইনিংসের ষোলোতম ওভারে পরপর দু’বলে রোহন কুন্নুম্মল ও বাবা অপরাজিতকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ঈশান। মাত্র ৩৩ রানে ২ উইকেট পড়ে যায় কেরলের। এরপর আরও একটি পান ঈশান। এখন ক্রিজে রয়েছেন অধিনায়ক শচীন বেবি ও অক্ষয় চন্দ্রন।
এদিন রঞ্জিতে বাংলায় হয়ে অভিষেক হল অ্যাভিলিন ঘোষ এবং শুভম দে-র। অধিনায়ক অনুষ্টুপের থেকে ক্যাপ পান অ্যাভিলিন। শুভমের হাতে ক্যাপ তুলে দেন বাংলার অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।