শীতে পশমিনার শাল পরবেন রামলালা। সেই সঙ্গে তার জন্য বিশেষ ভাবে নকশা করা হবে কিছু শীতপোশাকের। অযোধ্যার কনকনে ঠান্ডা সামাল দিতে রামলালার খাদ্যাভাসেও বদল আনবেন বলে জানিয়েছেন রামমন্দির কর্তৃপক্ষ। ২০ নভেম্বর, বিশেষ তিথি থেকে রামলালার গায়ে জড়ানো হবে এই শীতপোশাক। রামলালার তিন ভাই এবং হনুমানের বিগ্রহের জন্যও তৈরি করা হচ্ছে বিশেষ শীতপোশাক। মন্দিরের দোতলায় রয়েছে তাঁদের বিগ্রহ।
অযোধ্যার ঠান্ডায় রামলালাকে গরম রাখার জন্য বিশেষ শীতপোশাক তৈরি করছেন দিল্লির পোশাকশিল্পীরা। পোশাক তৈরি হলে তা নিয়ে আসা হবে অযোধ্যায়। ২০ নভেম্বর থেকে তা পরবেন রামলালা। সেই সঙ্গে পশমিনা শালও জড়ানো হবে। অযোধ্যার মন্দিরে রামের শিশু রূপের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। শীতকালে তাই রামলালার খাওয়ার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। এত দিন রোজ দই দেওয়া হত তাঁকে। ২০ নভেম্বরের পর থেকে দইয়ের বদলে রাবড়ি এবং শুকনো ফল দেওয়া হবে। রোজ গরম জলে স্নান করানো হবে বিগ্রহকে। গর্ভগৃহে হিটার রাখারও ব্যবস্থা করা হবে।
মন্দির ট্রাস্টের মুখপাত্র ওমকার সিংহ জানিয়েছেন, রাজকুমার রূপে অযোধ্যার মন্দিরে বিরাজমান রয়েছে রামলালা। তাই তার পোশাকও হবে রাজকুমারের মতো। মন্দিরের প্রধান মুখপাত্র আচার্য সত্যেন্দ্র দাস বলেন, ‘‘২০ নভেম্বর ভাল তিথি রয়েছে। ওই দিন থেকেই রামলালার ভোগে পরিবর্তন আনা হবে। দইয়ের বদলে রাবড়ি, শুকনো ফল দেওয়া হবে তাঁকে।’’