মকর সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালো, রাম মন্দির নির্মাণ ট্রাস্ট। মঙ্গলবার এই কথা জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।
ট্রাস্টের চেয়ারম্যান বলেছেন, ১৪ জানুয়ারি থেকে মূর্তি স্থাপনের যে অনুষ্ঠান শুরু হবে, সেটা চলবে পরবর্তী ১০ দিন ধরে। মন্দির নির্মাণের অধিকাংশ কাজ অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানান তিনি।
২৪- এর লোকসভা ভোটের আগেই ভক্তদের জন্য অযোধ্যার রাম মন্দির খুলে দিতে চেয়েছিল মোদী সরকার। চলতি বছরের জানুয়ারিতে ত্রিপুরা সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, রাম মন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
অযোধ্যায় এখন জোর কদমে কাজ চলছে। চলতি মাসে ট্রাস্টের তরফে জানানো হয়, মন্দিরের এক তলার কাজ শেষ হয়েছে। ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজো করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তার সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের ছবিও দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে আগামী বছরই মন্দিরের দরজাও খুলে দেওয়া হবে।
এই মন্দিরের দেওয়ালে বসানো হচ্ছে রাজস্থানের গোলাপি রঙের বেলে পাথর। কর্ণাটক থেকে এসেছে গ্রানাইট। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে বেলে পাথর। মন্দিরের গর্ভগৃহের জন্য রাজস্থান থেকে এসেছে সাদা মার্বেল। গর্ভগৃহে কোথাও ইট বা ইস্পাত ব্যবহৃত হচ্ছে না।