শনিবারই লখনউয়ের সরোজিনী নগরে ব্রহ্মস অ্য়ারোস্পেস ইউনিট থেকে বের হল প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল। এই উপলক্ষ্যে হওয়া এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথকে পাশে বসিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
পাক সরকারকে রাজনাথের সাফ হুঁশিয়ারি, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি আমাদের ব্রহম্স মিসাইলের পাল্লায় রয়েছে। অপারেশন সিঁদুর শুধুমাত্র একটা ট্রেলার। জয় পাওয়া ভারতের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তাই সাবধান।
ভারতের শক্তির প্রতীক হল ব্রহ্মস। পাকিস্তানকে একথা মনে করিয়ে দিয়ে রাজনাথ বলেন, ব্রহ্মস শুধুমাত্র একটা ক্ষেপণাস্ত্রই নয়, এটি ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ভারতের সেনা, বায়ুসেনা ও নৌসার প্রধান অস্ত্রই হল ব্রহম্স। পাকিস্তানের মাটির প্রচিটি ইঞ্চিই ব্রহম্সের নাগালে রয়েছে। অপারেশন সিঁদুরে যা হয়েছিল তা কেবলমাত্র একটা ট্রেলার ছিল। পাকিস্তান বুঝে গিয়েছে ভারত কী করতে পারে। আমার বলার প্রয়োজন নেই, আপনাদের বোঝার শক্তি রয়েছে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পাল্টা হিসেবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত হেনেছিল ভারত। পাক অধিকৃত কাশ্মীর তো বটেই ভারতের মিসাইল গিয়ে পড়েছিল মুরিদকে ও ভাওয়ালপুরের মতো জায়গাতেও। পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছিল। ভারত আঘাত হেনেছিল লাহোরেও। তাতেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান।
লখনউয়ের মতো জায়গায় ব্রহ্মসের উত্পাদন নিয়ে রাজনাথ সিং বলেন, সামরিক অস্ত্র তৈরি ও আত্মবিশ্বাসের প্রতীক এই ব্রহ্মস। দেশীয় প্রয়ুক্তিতে সামরিক অস্ত্র তৈরির একটি প্রধান জায়গায় হয়ে উঠছে উত্তর প্রদেশ। ব্রহ্মস ভারতের সামরিক চাহিদা মেটাবে, পাশাপাশি বন্ধু রাষ্ট্রের পক্ষেও দাঁড়াতে পারবে।
গত ১১ মে লখনউয়ে খোলা হয় ব্রহ্মস এরোস্পেস ইউনিট। এখানেই তৈরি হচ্ছে আধুনিক প্রজন্মের ব্রহম্স।