কৃষক আন্দোলনের জেরে কংগ্রেস শাসিত পঞ্জাবে মোবাইল টাওয়ারের ভাঙচুরের ঘটনায় নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কৃষকদের উচিত পুনরায় বিবেচনা করে দেখে এমন পন্থা থেকে পিছু হটে আসা বলে দাবি করেছেন তিনি। বুধবার রাজধানী দিল্লিতে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এমন ধরনের ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। কৃষকদেরকে পুনরায় বিবেচনা করে দেখা উচিত। ভাঙচুরের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন। দেশের অর্থনীতিতে কৃষকদের অবদানকে কুর্নিশ জানিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, কৃষকরা হলেন অন্নদাতা। তারাই ভারতীয় অর্থনীতির মেরুদন্ড। সম্প্রতি কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা কৃষক আন্দোলনে মাওবাদী এবং খালিস্তানি উপাদান রয়েছে বলে দাবি করেছিলেন। এমন ধরনের মন্তব্যই বিরুদ্ধে নিন্দায় সরব হন রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়। কৃষক আন্দোলনে সরকার মর্মাহত। নতুন তিনটি কৃষি আইনের প্রতিটা ধারা নিয়ে কেন্দ্রের সঙ্গে যুক্তিপূর্ণ আলোচনায় বসা উচিত কৃষকদের।
2020-12-30