আপাতত বৃষ্টি থামছে না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, বৃষ্টি চলবে আগামী ৩০ মে পর্যন্ত। তাই এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৩০ মে পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে বৃষ্টি চলবে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আইএমডি জানিয়েছে, শুক্রবার, শনিবার ও ররিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু’এক স্থানে ৭-১১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সময়ে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার। বৃহস্পতিবারই বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে পুরোপুরি নিষেধ করা হয়েছে।
2021-05-27