বঙ্গোপসাগরীয় নিম্নচাপের প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে একটানা কয়েকদিনের বৃষ্টিপাতে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, পিংলা প্রভৃতি ব্লকগুলি জেলার বন্যাপ্রবণ ব্লক হিসাবে চিহ্নিত। একটানা বৃষ্টিতে নদীর উপচে পড়া জলের চাপের প্রভাব পড়ছে নদীর বাঁধে। প্রাকপুজোয় বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় চিন্তিত ঐসব এলাকার সাধারণ মানুষ।
পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রামজীবনপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের দুই ধার তারাজুলি নদীর জলে প্লাবিত হয়েছে। প্রায় আড়াইশো থেকে ৩০০ বিঘা ধানের ক্ষেত জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। তাঁরা জানাচ্ছেন, তিন দিন ধরে ধানের ক্ষেত জলের তলায় রয়েছে, জল ক্রমশ বাড়ছে। রাতে বৃষ্টি বাড়লে ডুবতে পারে আরো ধানের ক্ষেত। ফলে বড়সড় একটা ক্ষতির আশঙ্কা করছেন তারা।