1/6আলিপুরদুয়ার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,মধ্যপ্রদেশের উপর যে নিম্নচাপ আছে, সেখান থেকে ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের চারটি জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাতেগোনা কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: আজ (শুক্রবার, ১৬ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাত্রা সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: শুক্রবার উত্তরবঙ্গের আট জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝির বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেরকম আবহাওয়া থাকবে, সোমবার পর্যন্ত কলকাতায় সেরকমই বৃষ্টি হবে। অর্থাৎ কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রার তেমন হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6মহালয়ার (২৫ সেপ্টেম্বর মহালয়া পড়েছে) আগে কি পশ্চিমবঙ্গে নিম্নচাপের ভ্রুকূটি? আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আদৌও নিম্নচাপ তৈরি হবে কিনা, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন আবহাওয়াবিদরা। তাঁদের বক্তব্য,দুর্গাপুজোয় বৃষ্টি হবে কিনা, তা ওই সম্ভাব্য নিম্নচাপের গতিবিধির উপর নির্ভর করবে। উল্লেখ্য, অক্টোবরের পয়লা দিন থেকেই পুজো শুরু হওয়ায় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।