পুজোর আগের শেষ শনিবার শহর কলকাতা ভিজতে চলেছে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী হুগলি জেলার বিস্তীর্ণ কিছু অংশে। হাওয়া অফিস সূত্রের খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরের কিছু অংশে। পরবর্তী ১-২ ঘণ্টা ধরে এই বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। স্থানীয় এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারণেই এই সম্ভাব্য বৃষ্টিপাত, জানিয়েছে আবহাওয়া দফতর।
সপ্তাহান্তের এই তাৎক্ষণিক বৃষ্টিতে অল্প হলেও পুজোর বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। বাজ পড়ার সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।