পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত আছে অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে। তার জেরে শুক্রবার থেকেই রাজ্যে শুরু হবে বৃষ্টি। যা চলতে রবিবার পর্যন্ত।
শুক্রবার উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
আজ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহের একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।
শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
আগামিকাল এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা আছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
আজ মূলত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে।
রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।