1/5জানা গিয়েছে, ১৯ অগস্ট ফের উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার জেরে ১৮ অগস্ট অর্থাৎ আগামিকাল থেকে ২০ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2/5দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । কলকাতায় আজ সেভাবে বৃষ্টি না হলেও ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
3/5বৃহস্পতিবার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পরশু। হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেদিন মাঝারি বৃষ্টি হতে পারে।
4/5বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের উপর থাকতে পারে। শহরে আজ দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
5/5এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে উত্তরে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস।