1/4অতি গভীর নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ভারতীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘এবার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। আমরা একবারও বলিনি যে এবার নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।’
2/4ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গত তিন ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অতি গভীর নিম্নচাপ। আপাতত (শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিটে) তা পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল লাগোয়া অঞ্চলে অবস্থান করছে। দিঘার উত্তর ও উত্তর-পূর্বে ২০ কিলোমিটার, বাঁকুড়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। যা আগামী ২৪ ঘণ্টায় আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর তা দুর্বল হয়ে পড়বে।
3/4শনিবার (২০ অগস্ট) দক্ষিণবঙ্গে নিম্নচাপের তেমন প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জেলায় বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। তবে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
4/4শনিবার (২০ অগস্ট) দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই পরিস্থিতিতে মন্দারমণি, দিঘা এবং সাগরদ্বীপ সমুদ্র সংক্রান্ত কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।