1/5জুলাই প্রায় এসে গিয়েছে। কিন্তু এখনও ‘দুর্বলতা’ কাটল না বর্ষার। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে আশাপূরণ হবে না দক্ষিণবঙ্গের।
2/5বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
3/5শুক্রবারও পরিস্থিতির তেমন হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
4/5শনিবার এবং রবিবারও একইরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা তেমন বেশি থাকবে।
5/5আলিপুর আবহাওয়া দফতর: আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন হেরফের হবে না। তাপমাত্রা একইরকম থাকবে।