1/5বৃষ্টি কিছুটা বেড়েছে। সোমবারও সেই ধারা বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
2/5মঙ্গলবার এবং বুধবারও একইরকমভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।
3/5তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
4/5শুক্রবারও একইরকম আবহাওয়া থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
5/5আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। আগামী পাঁচদিন পারদ মোটামুটি একই থাকবে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।