1/5অপেক্ষার প্রহর এখনও শেষ হচ্ছে না। বর্ষার ভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারইমধ্যে আজ (রবিবার) দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস আছে। তিনটি জেলায় ভারী বর্ষণ হতে পারে।
2/5আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
3/5রবিবার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ওই তিন জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে।
4/5সোমবারও বৃষ্টি ভাগ্যের তেমন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস আছে।
5/5মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।