1/4সোমবার দুই বঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। এই আবহে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে আজ।
2/4নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর-পশ্চিম ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। এই আবহে একটি অক্ষরেখা দীঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গপসাগর পর্যন্ত এসেছে। ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
3/4 উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টির সম্ভবনা আছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা বেশি হেরফের হবে না। উত্তরবঙ্গে সমতল জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ জিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
4/4কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের উপর থাকতে পারে।