সপ্তাহের শেষে বড়দিনের উত্সবে মেতেছে বঙ্গবাসী। আর তারই সঙ্গে আপাতত বিরতিতে গেল শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত ঠান্ডার পরিমাণ কিছুটা কমবে। শীতের আমেজ একেবারে চলে না গেলেও তাপমাত্রার পারদ হবে ঊর্ধ্বমুখী। জবুথবু শীতের আমেজ আবার জানুয়ারিতে ফিরবে দক্ষিণবঙ্গে।
বড়দিনে শহরে ন্যূনতম তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রিতে। মূলত রৌদ্রোজ্জ্বল হবে দিন। যদিও ভোরের দিকে ঘন কুয়াশা ছিল আজকে। আগামিকালও ভোরের পরিস্থিতি এমনটাই থাকবে। এর জেরে যান চলাচলে বাধার সৃষ্টি করতে পারে। এর আগে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
উল্লেখ্য, দিন দশেক আগে তাপমাত্রার পারদ ক্রমেই কমে ১২-১৩ ডিগ্রির আশেপাশে থাকছিল। সেই আবহে কনকনে ঠান্ডায় জমিয়ে শীত উপভোগ করছিলেন বঙ্গবাসী৷ কিন্তু, বড়দিনে মুহূর্তে উধাও সেই শীতের আমেজ। আবহাওয়া দফতর বলছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছে রাজ্যে। তাতেই তাপমাত্রার পারদ চড়ছে ধীরে ধীরে। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই শীত ফিরবে। বড়দিনে ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে চলেছে। এরপর আগামী ছয়দিন তাপমাত্রা বাড়বে। বর্ষশেষের দিনে ন্যূনতম তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝায়।