ভারতীয় রেলে মোট ২ লক্ষ ৯৮ হাজার ৪২৮টি পদ খালি রয়েছে। সংসদে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেন যে ভারতীয় রেলে এই শূন্য পদগুলি পূরণ করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘রেলওয়ে অনলাইনে নিয়োগ করছে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা হচ্ছে।’
কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন যে রেলের মোট ১ লক্ষ ৪০ হাজার ৭১৩টি শূন্যপদে বর্তমানে লেভেল-১ এবং লেভেল-৭-এর জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। এদিকে রেলওয়ের বেসরকারিকরণ নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন রেলমন্ত্রী। এদিন অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে দেন যে রেলের বেসরকারীকরণের কোনও প্রশ্নই আসে না। রেলের বেসরকারিকরণ সংক্রান্ত জল্পনাকে ‘কাল্পনিক’ বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, সরকারের দৃষ্টিতে রেলওয়ের সামাজিক দায়বদ্ধতা রয়েছে যা বাণিজ্যিক কার্যকারিতার ওপর গুরুত্ব দিয়ে পূরণ করা হচ্ছে।ট্রেন্ডিং স্টোরিজ
রেলমন্ত্রী আরও বলেছেন যে নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের সাথে ‘ভুল বোঝাবুঝি’ রেলওয়ে সহানুভূতির সাথে সমাধান করেছে। তিনি বলেন, ‘২০২২-২৩ বছরের জন্য রেলপথ মন্ত্রকের নিয়ন্ত্রণে অনুদানের দাবি নিয়ে আলোচনা’-র জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ের বেসরকারিকরণের প্রশ্নই আসে না। এ বিষয়ে যা বলা হয়েছে তা সবাই কাল্পনিক।’