কিছুদিন আগে প্রশ্ন উঠেছিল, বিমানের মতো রেলে যদি সেবক–সেবিকা রাখা হয় তাহলে যাত্রীদের কতটা উপকার হয়? এই প্রশ্ন অবশ্য ছিল আমজনতার। তাতে তেমন কেউ পাত্তা দেয়নি। কিন্তু এবার সেই ভাবনা বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ এবার বিশেষ কিছু ট্রেনে রেল–সেবিকা পাওয়া যাবে। তবে শুধুমাত্র দিনের বেলা যেসব ট্রেন চলে সেগুলিতেই মিলবে। আর রাতের ট্রেনে মিলবে পুরুষ রেল–সেবকদের।
কেমন ট্রেনে থাকবে রেল–সেবক সেবিকা? রেল সূত্রে খবর, শতাব্দী, গতিমান, তেজস–সহ যেসব প্রিমিয়াম ট্রেন রয়েছে সেগুলিতে রেলসেবিকা নিয়োগ করা হবে। দিনের বেলা থাকবেন রেল–সেবিকারা। আর রাতের বেলায় থাকবেন রেল–সেবকরা। ট্রেনে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন করবেন তাঁরা। এমনকী যদি কোনও অভিযোগ থাকে তাও শুনবেন তাঁরা। যদিও প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ হবে না।ট্রেন্ডিং স্টোরিজ
কবে এই রেল–সেবিকা সেবকদের দেখা মিলবে? জানা গিয়েছে, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুতই যাত্রীরা সফর করার সময় রেল–সেবক সেবিকাদের দেখা পাবেন। দেশে এখন ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। বন্দেভারত এক্সপ্রেস চললে সেখানেও রেল–সেবিকা দেখা যাবে। পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এমন মহিলাদেরই নিয়োগ করা হবে বলে খবর।
এই উদ্যোগে কী লাভ হবে? রেল সূত্রে জানা যাচ্ছে, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে। অনেক মহিলা সমস্যায় পড়লে কাকে বলবেন বুঝতে পারেন না। আবার বয়স্ক যাত্রীরাও নানা সমস্যায় কি করবেন বুঝতে পারেন না। এই সমস্যাগুলি মিটবে। আবার নতুন প্রজন্মের ছেলে–মেয়েদের জন্য কর্মসংস্থানের দরজা খুলে যাবে। এইসব কারণেই বিমানের মতো রেল–সেবিকা সেবকদের নিয়োগ করা হবে।