Rail Jobs: দেশজুড়ে রেলে ২.৫ লক্ষেরও বেশি শূন্যপদ! কবে নিয়োগ? জানাল কেন্দ্র

1/7রেলের বিভিন্ন জোন ও রেলের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে রয়েছে প্রচুর শূন্যপদ। সংখ্যাটা কত জানেন? আড়াই লক্ষেরও বেশি।  ছবি সৌজন্য : এএনআই (ANI)

সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর রেলের গেজেটেড অফিসারের। উত্তর রেলে মোট ৩৭,৪৩৬টি পদ খালি রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Indian Railways)
2/7সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর রেলের গেজেটেড অফিসারের। উত্তর রেলে মোট ৩৭,৪৩৬টি পদ খালি রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Indian Railways)
এরপরেই সবচেয়ে বেশি শূন্যপদ পূর্ব রেলে। সেখানে প্রায় ২৮,২০৪টি পদ খালি। গেজেটেড অফিসার পদে ভ্যাকেন্সি ১৯৫টি।(ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) (Southern Railway)
3/7এরপরেই সবচেয়ে বেশি শূন্যপদ পূর্ব রেলে। সেখানে প্রায় ২৮,২০৪টি পদ খালি। গেজেটেড অফিসার পদে ভ্যাকেন্সি ১৯৫টি।(ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) (Southern Railway)
কলকাতা মেট্রোতেই গেজেটেড অফিসার পদে ২২টি ভ্যাকেন্সি আছে। নন-গেজেটেড-এ ৮৫৬টি। (ছবি সৌজন্য পিটিআই)  (PTI)
4/7কলকাতা মেট্রোতেই গেজেটেড অফিসার পদে ২২টি ভ্যাকেন্সি আছে। নন-গেজেটেড-এ ৮৫৬টি। (ছবি সৌজন্য পিটিআই)  (PTI)
রেলের বিভিন্ন দফতরে এত পদ খালি। এতে কাজের ব্যাঘাত হয় না? ভীষণই সমস্যা হচ্ছে, মত একাধিক রেল কর্মী ইউনিয়নের। একই সুর বিভিন্ন শ্রমিক সংগঠনের।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Indian Railways)
5/7রেলের বিভিন্ন দফতরে এত পদ খালি। এতে কাজের ব্যাঘাত হয় না? ভীষণই সমস্যা হচ্ছে, মত একাধিক রেল কর্মী ইউনিয়নের। একই সুর বিভিন্ন শ্রমিক সংগঠনের।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Indian Railways)
এ বিষয়ে কী করছে ভারতীয় রেল? রেলমন্ত্রী জানিয়েছেন, রেলে নিয়োগ ধারাবাহিক প্রক্রিয়া। এতে সময় লাগে। তবে নিয়োগের কাজ চলছে।  ফাইল ছবি : এএনআই (ANI)
6/7এ বিষয়ে কী করছে ভারতীয় রেল? রেলমন্ত্রী জানিয়েছেন, রেলে নিয়োগ ধারাবাহিক প্রক্রিয়া। এতে সময় লাগে। তবে নিয়োগের কাজ চলছে।  ফাইল ছবি : এএনআই (ANI)
আপাতত উত্তর-দক্ষিণ মেট্রো থেকে কর্মীদের বদলি করে শহরের নতুন এবং সম্প্রসারিত মেট্রো স্টেশনের কাজে পাঠানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Rail)
7/7আপাতত উত্তর-দক্ষিণ মেট্রো থেকে কর্মীদের বদলি করে শহরের নতুন এবং সম্প্রসারিত মেট্রো স্টেশনের কাজে পাঠানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Rail)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.