রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর বিতর্কের মাধ্যমে আজ সংসদের বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হবে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সরকার এবং বিরোধী পক্ষকে আলোচনার সময় বক্তব্য পেশের জন্য ১২ ঘণ্টা বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ ফেব্রুয়ারি লোকসভা এবং ৮ ফেব্রুয়ারি রাজ্যসভায় বিতর্কের জবাব দেবেন বলে আশা করা হচ্ছে। আর আজকে লোকসভায় প্রথম বক্তা হবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
ভারতীয় জনতা পার্টির হরিশ দ্বিবেদী বুধবার লোকসভায় ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন। বিজেপিরই গীতা ওরফে চন্দ্রপ্রভা রাজ্যসভায় একই প্রস্তাব আনবেন। এএনআই অনুসারে, বুধবার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের প্রথম বক্তা হবেন। বিরোধী দলগুলির মোট ১২ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্যসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটিকে জানিয়েছেন যে সীতারামন ১১ ফেব্রুয়ারি এই বিতর্কের উত্তর দেবেন।ট্রেন্ডিং স্টোরিজ
এর আগে গতকাল নির্মলা সীতারামন বাজেট পেশ করার পরই টুইট করে রাহুল গান্ধী এই বাজেটকে অন্তঃসারশূণ্য বলে আখ্যা দিয়েছিলেন। এদিকে রাহুলের টুইট প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পাল্টা তোপ দেগে বলেন, ‘তাঁর (রাহুল গান্ধী) আগে বাজেট বোঝা উচিত।’ নির্মলা আরও বলেন, ‘আমি সমালোচনা শুনতে প্রস্তুত, কিন্তু এমন বিবৃতি শুনব না যেটা শুধুমাত্র টুইটারে পোস্ট করার জন্য করা হয়েছে। আর এমন লোকের কথা তো শুনবই না যে এখনও নিজের হোমওয়ার্কই করেনি ঠিক করে।’