পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো ৮৩তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে উন্মোচিত হল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষমূর্তির। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আটদলীয় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তির উন্মোচন করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী চিত্ত গরাই।
উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি, পরিচালন সমিতির সভাপতি শোভন কুমার গোস্বামী, প্রধান শিক্ষক বিশ্বেশ্বর মণ্ডল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সঞ্জয় সখা চাবরী রাধাকৃষ্ণনের মূতিটি মূর্তিটি দান করেন তাঁর পিতা ও পিতামহের স্মৃতি রক্ষার্থে।
ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়টি ১৮৫০ সালে ভিন্ন নামে তার পথচলা শুরু করেছিল। যদিও সে স্বীকৃতি এখনও সরকারি ভাবে পূর্ণতা পায়নি। এদিন আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয় ধলহারা পাগলীমাতা উচ্চ বিদ্যালয় ও বিজীত হয়েছে আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অতীত থেকে শুরু করে বর্তমানে কেশপুর ব্লক তথা পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের নজির সৃষ্টি করে চলেছে।