হারানো মোবাইল আসল মালিকদের ফিরিয়ে দিতে পারলেও উদ্বেগ থেকেই গেল পুরুলিয়া জেলা পুলিশের। কারণ এই সব মোবাইল চুরি হয় মালিকদের হেফাজত থেকে। ভিড়ের মধ্যেই চুরির দল এই কাজ সহজেই করে দিচ্ছে। তাদের চিহ্নিত করতে কালঘাম ছুটছে পুলিশের। আর এতেই উদ্বেগে পুলিশ আধিকারিকরা। যদিও হারিয়ে যাওয়া ৪০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। সোমবার পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বেলগুমা পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মোবাইলগুলি ফিরিয়ে দেন প্রকৃত মালিকদের হাতে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই মোবাইল হারিয়ে যাওয়ার খবর আসছিল পুলিশের কাছে। বর্তমান সময়ে মোবাইলের সূত্র ধরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়ে থাকে। তাই মোবাইল হারিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়াচ্ছিল পুলিশকে। তৎপরতার সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে উদ্ধারে নামে পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইলের পিএমআই নম্বর ধরে ট্র্যাক করে পুলিশ। হারিয়ে যাওয়া ৪০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হতে ফিরিয়ে দেয় পুলিশ। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।