তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সিদ্ধান্ত নিল পুরুলিয়া জেলা বিজেপি। ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার দিনই একইভাবে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করল গেরুয়া শিবির। ইঁটের বদলে পাটকেল, এই নীতি নিয়ে হাঁটতে চলেছে বিজেপি।
প্রসঙ্গত, শুক্রবার ধর্মতলার সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, “৫ আগস্ট বিজেপির বুথ স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতাদের বাড়ি ঘেরাও করে আটকে রাখতে হবে। ওই নেতারা যাতে বাড়িতে ঢুকতেও না পারেন আবার ভেতরে থাকলে বাইরে বেরোতে না পারেন।” আর এই ঘোষণার পরই পুরুলিয়ায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেন বিজেপির জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারি। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটের ফল দেখে বিজেপিকে দুর্বল ভাবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাপ্পা ভোট করে জিতের ফল ভুগতে হবে। আমরাও ওই দিনই সন্ধ্যে আট’টা থেকে সকাল ৬টা পর্যন্ত তৃণমূল নেতাদের একইভাবে ঘিরে রাখব। যদি সম্ভব হয় তো আটকে দেখান।”