সংসদ ভবনে ধোঁয়া ও বোম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অভিযুক্ত ললিত ঝাঁ- এর যোগ রয়েছে নীলাক্ষ আইচের সাথে। আর নীলাক্ষ আইচের সংগঠন ‘সাম্যবাদী সুভাষ সভা’র যোগ পাওয়া গেল পুরুলিয়া পর্যন্ত। আর এ নিয়েই স্যোসাল মিডিয়াতে নীলাক্ষ-র পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।
পুরুলিয়ার জঙ্গলমহল, বাঘমুন্ডির তুন্তুড়ি গ্রামের যুবক দেব বিশ্বপতি কুইরিকে দেওয়া হয়েছিল সংগঠনের সভাপতির দায়িত্ব। সোশ্যাল মিডিয়ার ওই পোস্ট অনুসারে তুন্তুড়ি গ্রামে নিঃশুলক পাঠশালা “সুভাষ পাঠচক্র” নামে শুরু করা হয়েছিল সাম্যবাদী সুভাষ সভার পক্ষ থেকে। সুত্রের খবর, বিভিন্ন এনজিও-র সাথে যুক্ত এই যুবক। সেই সূত্রে নীলাক্ষ আইচের সাথে তুন্তুড়ি গ্রামে স্কুল চালানোর পরিকল্পনা। দেড় দুই মাস আগে নীলাক্ষ সাম্যবাদী সুভাষ সভার জেলা সভাপতির দায়িত্ব দেয় বিশ্বপতিকে। যদিও এখন ওই স্কুল বন্ধ রয়েছে।
এলাকাবাসী বুদ্ধেশ্বর সিং-বাবু জানান, একটা স্কুল চলতো জানি। গ্রামের কয়েকজন ছেলে পড়াতো। সেই স্কুল এখন বন্ধ রয়েছে। তবে বাইরের কাউকে ওই স্কুলে আনাগোনা করতে দেখি নাই। এই নিয়ে গ্রামে গিয়েও বিশ্বপতির দেখা পাওয়া যায়নি মোবাইলে বার বার ফোন করলে সুইচ অফ পাওয়া যায়।