বিসর্জনের ঢাকে কাঠি পড়েছে, তবুও উৎসবে রেশ শেষ হয়নি। বৃহস্পতিবার কার্নিভালের মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন হলো পশ্চিম মেদিনীপুর জেলায়। সেজন্য জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় সুসজ্জিত মঞ্চ এবং রাস্তায় দেওয়া হয়েছে আলপনা।
পুজো কমিটি এবং জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ফ্লেক্সের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে রাস্তায়। মেদিনীপুর শহরে ১৯টি পুজো কমিটি অংশ নিচ্ছে এবারের কার্নিভালে।সকাল থেকে রাস্তাজুড়ে আলপনা, পুজো কমিটিগুলির নানান সাংস্কৃতিক আয়োজন, একের পর এক প্রতিমার শোভাযাত্রার মধ্যে দিয়ে সম্পন্ন হলো মেদিনীপুর শহরে পুজোর কার্নিভাল।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনস ভুঁইঞা, রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, অজিত মাইতি, মমতা ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক গীতারানী ভুঁইঞা, পুর প্রধান সৌমেন খান। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য আধিকারিক বরুন
মন্ডল।