জল শুকিয়ে গিয়েছে, একটা পুকুরে শুধু কাদা, আর সেই কাদায় আটকা পড়েছে এক পাল জলহস্তী।
2/6
মর্মান্তিক
মর্মান্তিক এই দৃশ্য দক্ষিণ আফ্রিকার বতসোয়ানার। এল নিনোর দাপটে ত্রাহি ত্রাহি রব সারা বিশ্বে। বতসোয়ানাও তার বাইরে নয়।
3/6
জলহস্তীর পাল
জলহস্তীর পালটি সম্ভবত মারাই যাবে। যা নিয়ে ঘোর উদ্বিগ্ন পরিবেশবাদীরা।
4/6
খরা-কবলিত
এমনিতেই বতসোয়ানা খরা-কবলিত হয়ে আছে। ভয়ানক পরিস্তিতি সেখানে।
5/6
ভয়ংকর
কাদায় ডোবা এই জলহস্তীদল সেই পরিস্থিতিটাই যেন আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
6/6