খাঁ খাঁ শূন্যতা চারিদিকে, জলের জন্য হাহাকার! কাদায় ডুবে মরতে বসেছে একপাল জলহস্তী…

জল শুকিয়ে গিয়েছে, একটা পুকুরে শুধু কাদা, আর সেই কাদায় আটকা পড়েছে এক পাল জলহস্তী।

  

2/6

মর্মান্তিক

মর্মান্তিক এই দৃশ্য দক্ষিণ আফ্রিকার বতসোয়ানার। এল নিনোর দাপটে ত্রাহি ত্রাহি রব সারা বিশ্বে। বতসোয়ানাও তার বাইরে নয়।

3/6

জলহস্তীর পাল

জলহস্তীর পালটি সম্ভবত মারাই যাবে। যা নিয়ে ঘোর উদ্বিগ্ন পরিবেশবাদীরা। 

  

4/6

খরা-কবলিত

এমনিতেই বতসোয়ানা খরা-কবলিত হয়ে আছে। ভয়ানক পরিস্তিতি সেখানে। 

  

5/6

ভয়ংকর

কাদায় ডোবা এই জলহস্তীদল সেই পরিস্থিতিটাই যেন আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।  

  

6/6

একটু জলের জন্য

থামালাকানে নদী শুকিয়ে গিয়েছে। তখন জলহস্তীর দল বাধ্য হয়ে জলের খোঁজে ট্যুরিস্ট টাউন ম্যনের নিকটস্থ ওয়েটল্যান্ডের দিকে আসছিল। উত্তর বতসোয়ানার ওকাভাঙ্গো বদ্বীপ-সংলগ্ন এক বিস্তীর্ণ জলাভূমি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.