প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার কলেজ ষ্ট্রিটে প্রতিষ্ঠানের সামনে ছাত্র সংসদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।
অভিযোগ, বৃহস্পতিবার এই হামলা চালায় রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জমায়েত করেন পড়ুয়ারা।
গতকাল কলেজ স্কোয়ার চত্বরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সি আর) দেবনীল পাল, অরণ্য চৌধুরী এবং অন্য কয়েকজন হেনস্থা হন। শুক্রবার এই আক্রমণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে প্রতিবাদধ্বণির মাধ্যমে বিক্ষোভ দেখানো হয়।
ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলেজ স্কোয়ারে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেন ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক দেবনীল পাল। অনুষ্ঠান শেষে তিনি এবং শাখা সদস্য অরণ্য চৌধুরীকে তৃণমূলের ব্লক সভাপতি অরুণ হাজরা হেনস্থা করেন। প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের তৃণমূল সরকার আশ্রিত গুন্ডাবাহিনী প্রতিনিয়ত স্বাভাবিক গণতান্ত্রিক পরিসরকে বিঘ্নিত করছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত এভাবেই ওই গুন্ডাবাহিনীর সন্ত্রাসের শিকার হচ্ছেন। তাই আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে অবিলম্বে তৃণমূলের ব্লক সভাপতি অরুণ হাজরা এবং তাঁর সঙ্গীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। এই হামলার জবাব চাই। এবং গ্রেফতারির দাবী করছি। এ লড়াই চলবে।
2021-04-09