উপাচার্যহীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানোর দাবিতে বিক্ষোভ ডেপুটেশন ছাত্র সংগঠন এআইডিএসও’র

গত দেড় মাস ধরে মেদিনীপুরের ঐতিহ্যমন্ডিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য। আটকে রয়েছে দূরশিক্ষা বিভাগের ফলাফল। ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের বেশ কয়েকটি সেমিস্টারের, আসন্ন ফলাফলের প্রকাশ নিয়ে আশঙ্কায় ভুগছে দুই জেলার ৩২টির বেশি কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী। অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে এদিন ছাত্র সংগঠন এআইডিএসও’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিছিল করে বিক্ষোভ দেখানো হয় ১নং গেটে। বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা জেলা সম্পাদক তনুশ্রী বেজ। তিনি বলেন, “রাজ্য জুড়ে একই অবস্থা ৯টি বিশ্ববিদ্যালয়ে, যার ফল ভুগতে হচ্ছে ৩০০-র বেশি কলেজ পড়ুয়াদের। আজ উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে জেলায় জেলায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি উচ্চশিক্ষা দপ্তর ও আচার্য তথা রাজ্যপালের নিকটও আমরা ডেপুটেশন দেব।”

বিক্ষোভ সভায় সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুমন পাল বিগত দিনে এআইডিএসও’র আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, “বিদ্যাসাগরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর যে কোনোরকম অন্যায় হলে তার প্রতিবাদে আমরা প্রথম থেকেই আছি। বর্তমানেও কোনো অন্যায় হলে তাতে ছাত্র সংগঠন এআইডিএসও চুপ করে থাকবে না, বিগত দিনে হোস্টেল পাওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তাতে সেদিনও আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে শিক্ষার যে কেন্দ্রীকরণ কেন্দ্র সরকার করছে আজ রাজ্য সরকারও একই পথে পা বাড়াচ্ছে। আর সে কারণেই উপাচার্য নিয়োগ নিয়ে টালবাহানা চলছে। এসএসসি টেটের মতো এই ধরনের নিয়োগেও দুর্নীতির আঁচ লক্ষ্য করা যাচ্ছে।”
এই বিক্ষোভ সভা থেকে ছাত্র ছাত্রী সহ সর্বস্তরের মানুষের কাছে রাজ্যজুড়ে এই অচলাবস্থা কাটাতে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.