বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কে বিক্ষোভ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের

 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২০২৩-২৪ সালের ট্যারিফ অনুযায়ী সম্প্রতি গৃহস্থ, বাণিজ্যিক, কৃষি, ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুন ও ডিস-কানেকশন, রি- কানেকশন চার্জ এক ধাক্কায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। ফলস্বরূপ সর্বস্তরের গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই সিদ্ধান্তের প্রতিবাদে ও স্মার্ট প্রিপেইড মিটার চালুর চক্রান্তের প্রতিরোধে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র এগরার বালিঘাই কাস্টমার কেয়ার সেন্টার কমিটির আহ্বানে কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কে দুপুরে প্রতীকি পথ অবরোধ করে চার্জবৃদ্ধির প্রতিলিপি পোড়ানো হয় এবং বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভে দেখান গ্রাহকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক, এগরা মহকুমা কমিটির সম্পাদক সনাতন গিরি, বালিঘাই কাস্টমার কেয়ার সেন্টার কমিটির সম্পাদক অরুণ বর প্রমুখ। চার্জবৃদ্ধির প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন কমিটির সভাপতি পরিতোষ গিরি। প্রায় এক ঘন্টা ঘেরাও বিক্ষোভের পর স্টেশন ম্যানেজার ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করেন। উনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।

সংগঠনের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গৃহস্থ গ্রাহকদের সর্বনিম্ন চার্জ আগে ছিল ২৮ টাকা প্রতি কেভিএ যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা কেভিএ। ঠিক একইভাবে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ০ টাকা, যা হয়েছে ২০০ টাকা। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ৪০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা। গ্রাহক স্বার্থবিরোধী এই নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.