সারদা কান্ডের লাল ডায়েরির পর এবার রেশন দুর্নীতি কাণ্ডেও চর্চায় উঠে এসেছে মেরুন ডায়েরি। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মেরুন ডায়েরি পাওয়া গেছে বলে দাবি করেছে ইডি। ডায়েরির উপর লেখা বালুদা। ডাইরির ভেতরে কোটি কোটি টাকার লেনদেনের হিসাব লেখা আছে বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই পরিস্থিতিতে ইডির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি।
সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে? কত নিয়েছে? কবে নিয়েছে? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি বালু দা লেখা মেরুন ডায়েরি?
বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী ঘনিষ্ঠ হাওড়ার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আধিকারিকরা দাবি করেছিল, মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে মেরুন ডায়েরি পাওয়া গিয়েছিল। যার উপর লেখা ছিল বালুদা। ইডির আইনজীবী বিচারককে বলেন একটি ডাইরির খোঁজ মিলেছে। তাতে যে তথ্য পাওয়া গেছে তা চমকে দেওয়ার মতো। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তখন চিৎকার করতে শুরু করেন যে কিসের ডাইরি? তখন মোবাইল ফোনে ইডির আইনজীবী একটি মেরুন ডায়েরির ছবি দেখান। যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় যায় রাজ্যজুড়ে।