এর আগে করোনা সংক্রমণ রুখতে কানোয়ার যাত্রা বন্ধ করেছিল উত্তরপ্রদেশ সরকার। এবার একই কারণে মহরমের সমস্ত ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ করা হল সেখানে। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য পুলিশ একটি নতুন নির্দেশিকা জারি করেছে। মহরমের দশ দিন আগেই এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
উত্তর প্রদেশের পুলিশ প্রধান মুকুল গোয়েল নির্দেশ দিয়েছেন কোভিড বিধি মেনেই চলতে হবে রাজ্যবাসীকে। মহামারী মোকাবিলায় যে বিধি-নিষেধ রয়েছে সেগুলো মেনেই উৎসব উদযাপন করতে হবে। একই সঙ্গে তিনি মুকুল গোয়েল আরও বলেন মহরমের সময় যেকোনো ধরনের অস্ত্র প্রদর্শন ও তা নিয়ে শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে সোশ্যাল মিডিয়াতেও কড়া নজরদারি চালানো হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনো দুষ্কৃতী বা সমাজবিরোধী অশান্তি ছড়াতে না পারে সেদিকেও স্থানীয় প্রশাসনের গুরুত্ব দিয়ে নজর রাখবে।
উত্তর প্রদেশে পুলিশের তরফে জানানো হয়েছে করোনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য মৌলানা সহ ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনকে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। মহরমের সময় অশান্তি এড়াতে সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ মোতায়েন থাকবে।
উত্তরপ্রদেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এখন নিম্নমুখী। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে নেমেছে। তবে তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কোন ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার।