রানী সতী দাদিজীর বিশেষ পুজো অনুষ্ঠিত হল ঝাড়গ্রামে। সোমবার সকালে মাড়োয়ারি সমাজের মহিলা সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, রাজস্থানের শেখাবতি অঞ্চলে রানী সতী মন্দির ঝুনঝুন রয়েছে। রানী সতী নারায়ণী দেবী নামেও পূজিত হন। রানী সতী দাদিকে ত্রিশূল রূপেও পূজা করা হয়। মূলত মাড়োয়ারি সমাজে এই পুজোর প্রচলন রয়েছে। ঝাড়গ্রাম শহরের জামদা থেকে রানী সতী দাদির পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হওয়ার পর ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে পুনরায় জামদা এলাকায় শেষ হয়। ছোট ছোট শিশুদের রানী সতী দাদি সাজানো হয়, পুরুষ ও মহিলারা ধর্মীয় ঝান্ডা হাতে নিয়ে শোভাযাত্রায় যোগদান করেন।
ঝাড়গ্রাম মাড়োয়ারি মহিলা সমিতির সীমা আগারওয়াল, নেহা গুপ্তারা বলেন,”রানী সতী দাদির জীবনকাল মহাভারতের সময় থেকে শুরু হয়েছে। আমাদের মাড়োয়ারি সমাজে রানি সতী দাদিকে খুবই মান্য করা হয়। রানী সতী দাদি পুরো সমাজকে নতুন পথ দেখিয়ে গিয়েছেন। যে সময় মহিলাদের স্কুল পাঠানো হতো না, মহিলাদের পড়াশোনার সুযোগ দেওয়া হতো না, সেই সময় তিনি সমাজকে সংস্কার করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। এই জন্যই আমরা রানী সতী দাদিকে ভক্তি ভরে পূজা করি। রানী সতী দাদি সতীদের কাছে সীলমোহর”।
তারা আরো বলেন, “ঝাড়গ্রাম মাড়োয়ারি মহিলা সমিতি সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার কাজ করে চলেছে। আজ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। সকলের এখানে ভোজন এরও ব্যবস্থা রয়েছে”।