কিছুতেই যেন আয়কর রিটার্ন জমা দেওয়ার নয়া পোর্টালের সমস্যা কাটছে না। সেজন্য আগামিকাল (সোমবার) ইনফোসিসেসের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ সালিল পারেখকে ‘তলব’ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
রবিবার টুইটারে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, ‘নয়া ই-ফাইলিং পোর্টাল চালু হওয়ার পর আড়াই মাস কেটে গেলেও কেন পোর্টালের ত্রুটির সংশোধন করা হয়নি,’ তা ব্যাখ্যা করতে আগামিকাল (সোমবার) ইনফোসিসেসের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভকে তলব করা হয়েছে। তাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে ব্যাখ্যা দিতে হবে। সেইসঙ্গে আয়কর বিভাগের তরফে বলা হয়েছে, ‘গত ২১ অগস্ট থেকে পোর্টাল কাজ করছে না।’
আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চলতি বছরের ৭ জুন নয়া পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টাল তৈরি করার জন্য ২০১৯ সালের জানুয়ারিতে ইনফোসিসকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পোর্টাল চালু হওয়ার পর থেকে একাধির ত্রুটির অভিযোগ উঠেছে। পোর্টাল চালু হওয়ার পরদিনই এক নেটিজেনের টুইট রিটুইট করে সীতারামন বলেছিলেন, ‘গত রাত ৮ টা ৪৫ মিনিটে দীর্ঘ প্রতীক্ষিত ই-ফাইলিং পোর্টাল ২.০ চালু করা হয়েছে। আমার টাইমলাইনে অভাব-অভিযোগ ও ত্রুটির বিষয়ে দেখতে পাচ্ছি। আশা করছি যে (ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ) যে পরিষেবা প্রদান করা হচ্ছে, তার গুণগত দিক থেকে আমাদের করদাতাদের হতাশ করবেন না ইনফোসিস এবং নন্দন নিলেকানি। করদাতারা যাতে সহজে কাজ করতে পারেন, সেটাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।’ ২২ জুন ইনফোসিস কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন অর্থ মন্ত্রকের আধিকারিকরা।