স্বয়ং প্রধানশিক্ষকই মত্ত? স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। সহকারি স্কুল পরিদর্শককে (AI) ঘিরে চলল বিক্ষোভ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনাস্থল, হুগলির আরামবাগ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম অরূণ কুমার সিং। স্থানীয় মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের দিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। অভিযোগ, প্রায় রোজই নাকি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন অরুণ! অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। স্কুলের গেটে এখন তালা ঝুলছে। বিষয়টি মীমাংসা বা হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার স্কুলে গিয়ে গ্রামবাসীরা দেখেন, স্টাফরুমে মদের গন্ধ। নেশার ঘোরে কথা বলছেন প্রধানশিক্ষক! বাকি শিক্ষকরা স্টাফ রুমের বাইরে চলে গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হন গ্রামবাসীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। শেষপর্যন্ত প্রধানশিক্ষককে বের করে গিয়ে স্কুলে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। সেই তালা খোলেনি এখনও।
এদিন সকালে দীর্ঘক্ষণ স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়া, এমনকী শিক্ষকদেরও। এরপর স্কুল পরিদর্শককে (AI) যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি, অভিযুক্ত প্রধানশিক্ষককে সরিয়ে দিতে হবে। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত স্কুল খোলা যাবে না। ঘটনাকে কেন্দ্র রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।