ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যস। পূর্বাভাস মতো বুধবার ভোরে বা সকালেই তা আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। তাম্রলিপ্ত পৌরসভার ১৬নং ওয়ার্ডে রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজনের ঘরবাড়ি রয়েছে সেই সব এলাকা পরিদর্শন করেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্রনাথ রায়, বোর্ড সদস্য চঞ্চল কুমার খাঁড়া, স্নিগ্ধা মিশ্র সহ আরও অনেকে। এলাকায় থাকা বাড়িগুলির মানুষের সাথে কথা বলেন তারা। পৌরসভার তরফ থেকে ঘূর্ণিঝড় কবলিত মানুষদের জন্য প্রায় যে দশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলিতে যাওয়ার অনুরোধ করেন। পাশাপাশি রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সমস্ত রকম সতর্কবার্তা, থাকার ও খাওয়ার ব্যবস্থা করবেন এই সহযোগিতার বার্তা দেন।
পাশাপাশি পৌরসভার তরফ থেকে নদীপাড় সহ তমলুক শহরজুড়ে সতর্ক বার্তা টোটোর মাধ্যমে প্রচার করা হয়। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। পৌরসভা এলাকার বাসিন্দারা যদি কোনও সমস্যায় পড়েন তৎক্ষণাৎ যেন পৌরসভার আপদকালীন কন্ট্রোল রুমে থাকা নম্বর গুলিতে ফোন করার কথা জানানো হয়, তার অনুরোধ করেন। তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে একটি একটি বিশেষ হেল্প লাইন নাম্বার চালু হয়েছে। নম্বরটি হল- ৯৪৭৪৫৯৮২০৭। জরুরি ভিত্তিতে সব সময় এলাকাবাসীদের পাশে থাকবেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক সহ বোর্ডের সদস্যরা এমনটাই জানানো হয় পৌরসভার পক্ষ থেকে।