বর্তমানে বিশ্বের এক নম্বর দাবাড়ু তথা বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারানোটা একেবারেই মুখের কথা নয়। তবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ও গ্র্যান্ডমাস্টার পেন্টালা হরিকৃষ্ণের পর, মাত্র ১৬ বছরে বয়সেই এই কঠিন কাজটি করে দেখালেন রমেশবাবু প্রজ্ঞানন্ধা।
চলতি এয়ারথিংস মাস্টার্সে অষ্টম রাউন্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে গোটা বিশ্বকে বিস্মিত করে দিয়েছেন তামিলনাড়ু টিনএজার প্রজ্ঞানন্ধা। চ্যাম্পিয়ন্স দাবা ট্যুরের অন্তর্গত এয়ারখিংস মাস্টার্স টুর্নামেন্ট ১৫ মিনিট + ১০ সেকেন্ডের রাপিড ফর্ম্যাটে অনলাইনে খেলা হচ্ছে। সেখানেই কালো গুটি নিয়ে খেলে ৩৯টি মুভে কার্লসেনকে মাত দেন প্রজ্ঞানন্ধা।ট্রেন্ডিং স্টোরিজ
এই ম্যাচের আগে মাত্র একটি জয় এবং দু’টি গেম ড্র করে বেশ চাপেই ছিলেন টুর্নামেন্টেক কনিষ্ঠতম খেলোয়াড় প্রজ্ঞানন্ধা। এরপরে যখন বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে তার খেলা পড়ে, তখন চাপটাও বেশিই ছিল। তবে কার্লসেনের বিরুদ্ধে প্রথম থেকেই একেবারে ছন্দে ছিলেন তরুণ ভারতীয় দাবাড়ু।
মিডল গেমেই প্রজ্ঞানন্ধা ভাল জায়গায় পৌঁছে গিয়েছিলেন, তবে তার লাভ তুলতে পারেননি। কার্লসেন ম্যাচে ফিরে নিজের সেরা মুভগুলি খেলতে থাকেন। কিন্তু প্রজ্ঞানন্ধা তাঁর মন্ত্রী আর ঘোড়া দিয়ে দারুণ চাল দিতে থাকেন। অবশেষে ম্যাচ ছাড়তে বাধ্য হন বিশ্বের এক নম্বর দাবাড়ু তথা বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন।