মাত্র ন’দিন আগেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)|দেখতে গেলে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর কিছুটা রেশ রয়ে গিয়েছে|
এবারের অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে মাত্র হাফ ডজন পদক| ভারোত্তোলন থেকে কোনও পদকই আসেনি| আশার একমাত্র আলো বলতে ছিলেন মীরাবাঈ চানু| কারণ ভারোত্তোলনে দেশের আর কেউ অলিম্পিক্সের যোগ্যতাই অর্জন করেননি| ওয়েটলিফটিং অলিম্পিক্সে আছে তবে নেই পাওয়ারলিফটিং ইভেন্ট| আর এই ইভেন্ট যদি একবার অলিম্পিক্সে ঢুকে যায়, তাহলে ভারতকে কেউ আর রুখতে পারবে না| মঙ্গলবার কলকাতায় এসে সাফ জানিয়ে দিলেন সতীশ কুমার| পাওয়ার লিফটিং ইন্ডিয়া ওরফে পিআই-এর প্রেসিডেন্ট পদে রয়েছেন|
জি ২৪ ঘণ্টা ডিজিটালকে সতীশ বললেন, ‘দেখুন প্রতি বছর সারা দেশে ছেলে-মেয়ে মিলিয়ে ১০ হাজার পাওয়ারলিফ্টার তৈরি হচ্ছে| আমরা এশীয় স্তরে ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিবছর প্রচুর পদক জিতছি| এই মুহূর্তে পাওয়ারলিফটিংয়ে ভারত বিশ্বে এক নম্বর| অলিম্পিক্সে নন-ইকুইপড পাওয়ারলিফটিং অন্তর্ভুক্তির কথা চলছে| যদি একবার আমরা অলিম্পিক্সে চলে আসি| কম করে চার-পাঁচটা পদক আসবেই| আর ওয়েটলিফটিংয়ে থাকে স্ন্যচ, ক্লিন অ্যান্ড জার্ক| আর ওজন নিয়ে যে যত বেশি মাথার উপর তুলতে পারবে, তারই কদর বেশি| তবে পাওয়ারলিফটিংয়ে এত ঝক্কি নেই| স্কোয়াট, বেঞ্চ প্রেস ও ডেড লিফট| একটাও মাথার উপর তোলার ব্যাপার নেই|’
২২-২৫ অগাস্ট পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে ইন্ডিয়ান পাওয়ারলিফটিং অ্যান্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ| ৫০ বছর পর কোনও জাতীয় সিনিয়র পর্যায়ের পাওয়ারলিফটিং (ইকুইপড এবং নন-ইকুইপড মিলিয়ে) চ্যাম্পিয়নশিপের আসর বসেছে কলকাতায়| এদিন হয়ে গেল উদ্বোধন| এবার ইভেন্টের সুবর্ণ জয়ন্তী বর্ষ| নারী-পুরুষ মিলিয়ে বিভিন্ন ওজন ক্যাটেগরিতে দেশের ২৫৮ জন (১৫৬ জন পুরুষ, ১০৩ জন মহিলা) পাওয়ারলিফ্টার অংশ নিচ্ছেন| বাংলার প্রতিনিধি ৯|
জাতীয় চ্যাম্পিয়নশিপের চারদিনের ইভেন্টে প্রতিদিনই রয়েছে পদক| এখানে যাঁরা চাম্পিয়ন হবেন, তাঁদের দরজা খুলে যাবে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথের জন্য| এই প্রতিযোগিতাই হচ্ছে বড় মঞ্চে যোগ্যতা অর্জনের জন্য|