শীতের আবহে মাত্রাতিরিক্ত দূষণে আরও নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। সোমবারের পর মঙ্গলবার সকালেও হাওয়া খারাপ ছিল দিল্লিতে। এদিন সকালে দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৩৭, যা খারাপের পর্যায়েই পড়ে।
দিল্লিতে এই মুহূর্তে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে, তাপমাত্রার পারদ নীচের দিকেই। আর এই সময়েও বায়ুদূষণ কমছেই না। মঙ্গলবার সকালে দূষণের কারণে দিল্লিতে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। লাইট জ্বালিয়েও চলাচল করছে অনেক যানবাহন।
দিল্লির পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এখন জাঁকিয়ে ঠান্ডা। এদিন সকালে পঞ্জাবের ভাটিনডা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। ফলে দৃশ্যমানতা কমে যায়। উত্তর প্রদেশ, বিহারেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা।