ভোট–ষষ্ঠী মিটতেই রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটি এলাকায়। শুক্রবার রাতভর সেখানে চলল রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি। চোখে ঘুম উড়ে গেল এলাকাবাসীর। বোমার শব্দে রাতে আতঙ্ক ছড়ায় এলাকায়। আহত দু’পক্ষের অন্তত ১০ জন। বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বোমা–গুলির শব্দে রাত কাটলেও চাপা উত্তেজনা এখনও রয়ে গিয়েছে। থমথমে নৈহাটির বিজয়নগর এলাকা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে এই এলাকা। অভিযোগ, রাতে এখানে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়। বিজেপি–তৃণমূল কংগ্রেস, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতির জেরে চলে গুলিও। তার জেরে গভীর রাতে শোনা যায় বোমা, গুলির শব্দ। রাস্তায় পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপির পতাকা। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। পরপর ২০টি বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ষষ্ঠ দফা ভোটে এই এলাকাতেও নির্বাচন পর্ব মিটেছে। অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত নৈহাটি, ভাটপাড়ায় ভোট–শেষের বোমা, গুলির শব্দে রাতের ঘুম উড়ল বিজয়নগর এলাকার বাসিন্দাদের। বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের স্থানীয় নেতৃত্বের দাবি, ভোটে হার নিশ্চিত জেনে বিজেপির দুষ্কৃতীরাই এভাবে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। শুক্রবার রাতের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। শনিবার সকালেও থমথমে বিজয়নগর। মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী।