জুয়ার আসরে আচমকা হানা দিয়ে দশজন জুয়াড়িকে গ্ৰেপ্তার করেছে বেলিয়াতোড় থানার পুলিশ। এছাড়াও নগদ টাকা সহ খেলার সরঞ্জাম ও একটি বোলারো গাড়ি বাজেয়াপ্ত করেছে। গতকাল রাতে বেলিয়াতোড়ের চান্দুরিয়া গ্ৰামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রাচীন প্রথা অনুযায়ী গ্রীষ্মের মরসুমে বাঁকুড়ার গ্ৰামে গ্রামে ২৪ প্রহর হরিনাম সংকীর্তনের আসর বসে। হরিনামের আসর উপলক্ষে বহু মানুষের আগমন ঘটে গ্ৰামে। এই সুযোগে জুয়াড়িরা আসর বসায় সন্নিকটস্থ স্হানে। তারা রাতের বেলা অনুষ্ঠানস্থলের একটু তফাতে জুয়ার আসর বসাচ্ছে। এই জুয়াড়িরাই কোথাও কোথাও না কি অনুষ্ঠান উদ্যোক্তাদের সঙ্গে একটা মোটা টাকার রফা করে আসর বসায়। শনিবার বেলিয়াতোড় থানার চাঁন্দুড়িয়া গ্রামে এরকমই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলায় জুয়ার আসর বসেছিল। পুলিশ খবর পেয়ে মাঝরাতে ওই জুয়ার আসরে গিয়ে হানা দেয়। জুয়ার ঠেক থেকে ১০ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জুয়ার ঠেক থেকে জুয়া খেলার সরঞ্জাম, বোর্ড মানি হিসাবে ২২, ৯২০ টাকা এবং একটি বোলেরো গাড়ি বাজেয়াপ্ত করেছে। রবিবার তাদের সকলকে বাঁকুড়া আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন মঞ্জুর না করে ২ জনকে ২ দিনের পুলিশ হেফাজত ও বাকি ৮ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, এই সব জুয়াড়িরা মেলা ও ২৪ প্রহর হরিনাম সংকীর্তন বা এই ধরনের অনুষ্ঠানে যেখানে লোক সমাগম হয় সেই সব স্থানে ঝোপঝাড়ের আড়ালে ঠেক বসায়। বেলিয়াতোড়ের গ্রামে এমনই একটি মেলায় জুয়ার ঠেক বসায়। বেলিয়াতোড় থানার পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদের সঙ্গে আরও বড় কোনও চক্র আছে কি না তাও দেখা হচ্ছে। তিনি জানান, ধৃত ১০ জনের মধ্যে ৫ জনেরর বাড়ি পাত্রসায়ের থানা এলাকায়, ৩ জন সোনামুখীর বাসিন্দা এবং বাকি ২ জনের বাড়ি বেলিয়াতোড় থানা এলাকাতেই।