শ্রদ্ধার সাথে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস। রবীন্দ্র স্মৃতি বিজড়িত বর্তমানে জেলাশাসকের বাংলো হিল হাউসে আজ সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক কে রাধিকা আইয়ার রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। ১৯৪০ সালের ১মার্চ কবিগুরু বাঁকুড়ায় আসেন। সেই সময় তিনি হিল হাউসে রাত্রিযাপন করেন।
বাঁকুড়ার রবীন্দ্র ভবনে এদিন সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌরপ্রধান অলকাসেন মজুমদার উপস্থিত ছিলেন। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বাঁকুড়া সংশোধনাগারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়।বাঁকুড়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংশোধনাগারের কয়েদিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাচানতলা মোড়ের সন্নিকটে হরিশংকর বাবু লেনের সম্মুখে আজ সকালে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা দিনটি শ্রদ্ধার সাথে পালন করে।