PM Modi congratulates Mallikarjun Kharge: বিরোধী কংগ্রেসের নয়া সভাপতির সাফল্যের কামনায় মোদী, শুভেচ্ছা জানালেন খাড়গেকে

নয়া সভাপতির হাত ধরে ঘুরে দাঁড়াতেই চাইছে প্রধান বিরোধী দল কংগ্রেস। সেই দলের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি হিসেবে যাতে সাফল্য অর্জন করেন, সেই কামনাও করলেন।

বুধবার বিকেলের দিকে টুইটারে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কংগ্রেসের সভাপতি হিসেবে নয়া যে দায়িত্ব পেয়েছেন, সেজন্য শ্রী মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর মেয়াদকাল যাতে ফলপ্রসূ হয়, সেই আশা করছি।’ সেই টুইটে বর্ষীয়ান নেতা তথা কংগ্রেসের নয়া সভাপতিকে ট্যাগও করেন মোদী।

কংগ্রেসের নয়া সভাপতি খাড়গে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তিরবনন্তপুরমের সাংসদ শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান নেতা খাড়গে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে মোট ৯,৩৮৫ টি ভোট পড়েছিল। মাত্র ১,০৭২ টি ভোট পেয়েছেন থারুর। ৪১৬ টি ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে। খাড়গের ঝুলিতে পড়েছে ৭,৮৯৭ টি ভোট । যিনি আগামী ২৬ অক্টোবর নয়া দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

গত ২৪ বছরে প্রথমবার ‘গান্ধী’ পদবিহীন ব্যক্তি হিসেবে কংগ্রেসের সভাপতি হওয়ার পর দলের সব কর্মীদের হয়ে সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান খাড়গে। তিনি বলেন, ‘শতাব্দীপ্রাচীন দলের জন্য নিজের জীবন অনেকগুলি বছর উৎসর্গ করে দিয়েছেন সোনিয়া। দলের সমস্ত কর্মীদের হয়ে আমি সোনিয়া গান্ধীকে ধন্যলাদ জানাতে তাই। তাঁর নেতৃত্বেই আমরা কেন্দ্র দু’বার সরকার (২০০৪ সাল এবং ২০০৯ সালে ইউপিএ সরকার) গঠন করেছিলাম।’

সেইসঙ্গে থারুরকেও অভিনন্দন জানিয়েছেন খাড়গে। তিনি বলেন, ‘আমার সহকর্মী শশী থারুরকে অভিনন্দন জানাতে অভিনন্দন জানাতে চাই। তাঁর সঙ্গে দেখা করেছি আমি এবং দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারব, তা নিয়ে আলোচনা করেছি।’

দু’দশক পরে কংগ্রেস ‘গান্ধী’ পদবিহীন সভাপতি পেলেও আদতেও নয়া সভাপতি কতটা গান্ধীদের প্রভাব মুক্ত হতে পারবেন, তা নিয়ে ধন্দ আছে রাজনৈতিক মহলের। ওই মহলের বক্তব্য, খাড়গে বরাবরই সোনিয়া ‘অনুগত’ হিসেবে পরিচিত। ফলে দল চালানোর ক্ষেত্রে বর্ষীয়ান নেতা যে সোনিয়ার দিকে ঝুঁকে থাকবেন, তা নিয়ে কোনও ধন্দ নেই রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.