1/6আগামী ৩১ মে PM Kisan-এর ১১ তম কিস্তির সূচনা হবে। শিমলা থেকে ঘোষণার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিএম কিষান
2/6সেই দিনই তিনি ৭৭৩ জেলার বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। তাছাড়া সিমলার রিজ ময়দানে সভাতেও যোগ দেবেন তিনি।
3/6তবে একটি বিশেষ কাজ না করা থাকলে ঢুকবে না পিএম কিষানের কিস্তির টাকা।
4/6এক্ষেত্রে উল্লেখ্য, কৃষকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি(e-KYC) করতে হবে। তবেই ঢুকবে পিএম কিষানের টাকা। এমনটাই জানানো হয়েছে পিএম কিষানের (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) অফিসিয়াল পোর্টালে।
5/6ই-কেওয়াসির সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মে করা হয়েছে।
6/6পিএম কিষানের পোর্টালে ওটিপির মাধ্যমে ই-কেওয়াইসি করা যেতে পারে। তাছাড়া, নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভিত্তিক ই-কেওয়াইসি করা যাবে।