সুকন্যা মণ্ডল তাঁর নামে বিপুল সম্পত্তি, বিভিন্ন সংস্থার বিষয়ে কিছুই জানতেন না বলে দিল্লি হাই কোর্টে সওয়াল করলেন তাঁর আইনজীবী। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর কন্যা সুকন্যাকেও গ্রেফতার করে ইডি। দু’জনেই এখন তিহাড় জেলে। জামিন পেতে আজ সুকন্যার তরফে হাই কোর্টে যুক্তি দেওয়া হয়, অনুব্রত ও তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি মিলে সুকন্যাকে যে কাগজে সই করতে বলতেন, তিনি সেখানে সই করে দিতেন। বিচারপতি জ্যোতি সিংহের প্রশ্ন, সুকন্যা এক জন সরকারি স্কুলের শিক্ষিকা হয়েও কি বেসরকারি সংস্থার ডিরেক্টর হতে পারেন? সুকন্যার আইনজীবীর যুক্তি, কোন সংস্থায় ডিরেক্টর করা হয়েছে, তা তিনি জানতেন না। এই মামলার ফের ডিসেম্বরে শুনানি হবে। সুপ্রিম কোর্টে এ দিন অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি ছিল। তা স্থগিত হয়ে গিয়েছে।
2023-11-24