মঙ্গলবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের বেনাপুর হাইস্কুলের (উচ্চ-মাধ্যমিক) উদ্যোগে। এদিন বেনাপুর হাইস্কুলের পরিচালনায় এলাকার এগারটি গ্রাম পঞ্চায়েত সংসদে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের পূণ্যভূমি থেকে আনা মাটি দিয়ে বট গাছের চারা রোপন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ‘ বীরাঙ্গনা’ কন্যাশ্রী ক্লাব পরিচালনায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক পথনাটিকা “জাগরন” বিভিন্ন স্থানে উপস্থাপিত হয়। এই সমস্ত এলাকাগুলিতে পথনাটিকা দেখতে গ্রামের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে এদিন বিদ্যালয়ের “বিবেকজ্যোতি” বন্ধুমহল ক্লাবের ছাত্ররা সংশ্লিষ্ট এলাকার অভিভাবক- অভিভাবিকাদের বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করায়। এই অঙ্গীকার পত্রে বাল্যবিবাহ রুখতে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন অভিভাবক- অভিভাবিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায় বলেন, প্রাতঃস্মরণীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নারীশিক্ষার আরো বিস্তার ঘটাতে, বাল্য বিবাহ প্রতিরোধ করতে, কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই সার্বিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতি ও ১১ জন পঞ্চায়েত সদস্যের যৌথ আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।